Space For Rent

Space For Rent
রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » প্রবাসের খবর
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-07
সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু
বর্তমান ডেস্ক : হজ পালনে সৌদি আরব এসে মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মক্কার মিসফালা এলাকায় তিনি মারা যান। এ নিয়ে এ বছর সৌদি আরবে হজ করতে আসা দ্বিতীয় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

এর আগে গত ৩ সেপ্টেম্বর মাসুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশি নারী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

শাহাজান সিকদার শুভ ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন। তার পাসপোর্ট নম্বর বিবি-০৩৯৩০৪৭। তিনি পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা।

এ বছর ৮৩৫টি এজেন্সির মাধ্যমে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৬৮৩ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

শুক্রবার পর্যন্ত ৬২টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ১৮২ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

(সেপ্টেম্বর ০৭, ২০১৪)