Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » অন্যদেশ
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
‘বিশ্বকে ধ্বংস করতে পারে ঈশ্বরকণা’
বর্তমান ডেস্ক
ঈশ্বরকণা বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে, এমনই সতর্কবার্তা দিলেন প্রখ্যাত মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং। তিনি জানিয়েছেন, অতি উচ্চ শক্তি স্তরে চূড়ান্ত অস্থির অবস্থায় থাকে হিগস-বোসন কণা। যা ‘সর্বনাশা শূন্যস্থান ক্ষয়’-এর পথ প্রশস্ত করবে। খবর: জি নিউজের।
তিনি বলেন, ক্ষয়ের ফলে স্থান এবং সময়ের পতন ঘটবে। কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হবে বিশ্ব। স্টারমাস নামক একটি বইয়ের ভূমিকায় হকিং লিখেছেন, অদূর ভবিষ্যতে এই আকস্মিক দুর্যোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণার অস্থিরতাকে উপেক্ষা করা অর্থহীন।