Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » বাংলার মুখ
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
ভেজাল মসলা প্রস্তুতকারী ব্যবসায়ীর দণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি
ভেজাল মসলা বানানোর অভিযোগে মানিকগঞ্জ বড় বাজারের মলয় কুমার ঘোষ নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে ভেজালবিরোধী অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জিলাল হোসেন এ রায় দেন।
ভেজালবিরোধী অভিযানে উপস্থিত মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম জানান, মলয় তার মিলে ধনে সোয়াজের সঙ্গে ঘাসফুল মিশিয়ে ক্র্যাশিং করছিল। গোপনে খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় এক মণ ভেজাল মসলা জব্দ করা হয়।