Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » বাংলার মুখ
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
ফটিকছড়িতে কবরস্থানে মর্টারশেল
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
ফটিকছড়ি উপজেলায় সোমবার কবর তৈরি করার সময় মর্টারশেল পাওয়া গেছে।
উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো কেন্দ্রীয় কবরস্থানে সোমবার মৃত মুহাম্মদ হোসেনকে দাফনের জন্য কবর তৈরি করা হচ্ছিল। এ সময় একটি মর্টারশেল পাওয়া যায়। খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মীর কাশেম আলী কবরস্থান হতে মর্টারশেলটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যান। তিনি বলেন, মর্টারশেলটি অবিস্ফোরিত। যার দৈর্ঘ্য ১৭ ইঞ্চি ও ব্যসার্ধ ১৪ ইঞ্চি। মরিচা ধরায় মর্টারশেলের লেখাগুলো পড়া যায়নি।