Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » বাংলার মুখ
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
পাঁচবিবিতে ৬০ মণ্ডপে দুর্গাপূজা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: পাঁচবিবিতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজা এবার ৬০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে।  সেই মোতাবেক ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট পূজা মণ্ডপের আয়োজকরা। এর মধ্যে পৌরসভায় ১২টি ও ৮টি ইউনিয়নের বাগজানায় ৭টি, ধরঞ্জিতে ১১টি, আয়মারসূলপুরে ৭টি, বালিঘাটায় ৫টি, আটাপুরে ৩টি, মোহাম্মদপুরে ৪টি, কুসুম্বায় ১১টি ও আওলাই ইউনিয়নে কোনো পূজা অনুষ্ঠিত হবে না।