Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » শেষ পাতা
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
স্কুলে না যাওয়ায়
বর্তমান ডেস্ক
স্কুলভীতি সব শিশু-কিশোরের মধ্যেই কাজ করে। অভিভাবকরা বুঝিয়ে শুনিয়ে সন্তানদের এই ভয় কাটানো চেষ্টা করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক মা বোঝাতে ব্যর্থ হয়ে শেষমেশ ছেলেকে জেলেই পুরে দিলেন। সেন্ট জনস কাউন্টির মারেই মিডল স্কুলের ওই ছাত্রটির পরিবার এর আগে নিউইয়র্কে থাকতো। স্কুলে ফলাফল খারাপ করায় ছেলেটিকে ফ্লোরিডায় নিয়ে আসেন বাবা-মা। এখানে মারেই মিডল স্কুলে ভর্তি করে দেয়ার পর সেখানে যেতে অস্বীকৃতি জানাতে শুরু করে সে। ল্যাপটপ আর সেলফোন কেড়ে নেয়ার পরও স্কুলে যেতে রাজি হয়নি জেদি এই কিশোর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশে খবর দেন বাবা-মা। সূত্র : এবিসি১৫ডটকম।