Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » রংয়ে ঢংয়ে
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
ম্যাক্সিমের কাভারে নার্গিস
বর্তমান ডেস্ক
সেপ্টেম্বরের ম্যাক্সিম ম্যাগাজিনের কাভার গার্ল নার্গিস ফাখরি। আর সেই কাভার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে বলিউড পাড়ায়। স্মোকিং হট নার্গিসের নয়া অবতারে মাত তামাম দেশ। কালো স্যুইমসুটে নার্গিসের পারফেক্ট ফিগার ম্যাগাজিনের কাভারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তা বলে এই প্রথমবার ম্যাক্সিমের কাভারে নিজেকে খোলামেলাভাবে দেখাননি নার্গিস। এর আগেও কাভারে নিজের অত্যধিক খোলামেলা ছবির জন্য বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।