Space For Rent

Space For Rent
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪
প্রচ্ছদ » সারাদেশ
  দেখেছেন :   আপলোড তারিখ : 2014-09-09
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : ঝিনাইগাতীর জড়াকুড়া বড়বাড়ি গ্রামে মঙ্গলবার পুকুরে ডুবে ছামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর বাবা কৃষক শফিউদ্দিন জানান, দুপুরে বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে খেলার সময় সে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

(এইচআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)