|
সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তাকে না জানিয়ে পার্টির সংসদীয় দলের সভায় কাজী ফিরোজ রশীদকে বিরোধীদলের সংসদীয় উপনেতা মনোনীত করায় অসন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রীর ধারস্ত হন তিনি। মঙ্গলবার মাগরিবের নামাযের বিরতির সময়ে জাতীয় সংসদের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এরশাদ। এসময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেন। বিদেশ সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর আগে এরশাদ কাজী ফিরোজ রশীদকে সংসদে বিরোধী দলীয় উপনেতা না করার বিষয়ে স্পিকারকে একটি চিঠি দেন। বৈঠক শেষে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে আসেন এরশাদ। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। এসময় তাঁর সঙ্গে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, পার্টির চেয়ারম্যানের বিদেশ সফর নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ‘ এ দিকে জাতীয় পার্টির সংসদীয় দলের পক্ষ থেকে ফিরোজ রশীদকে উপনেতা করার জন্য রওশন এরশাদ স্বাক্ষরিত একটি চিঠি স্পিকারের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিরোধী উপনেতা নির্বাচনের দায়িত্ব বিরোধী দলের। এখানে স্পিকারের কিছু করার নেই।‘ (সেপ্টেম্বর ০৯, ২০১৪)
|