সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
Published : Wednesday, 23 November, 2016 at 9:32 PM, Count : 973

বর্তমান প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উন্নয়নে ওই অঞ্চলের মানুষের মধ্যে আশা জাগিয়েছে এবং সেনা সদস্যদের কাছে তাদের প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডসহ ৯ ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

এরআগে বেলা ১১টার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান সেখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, ফারুক খান, মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মনি, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লে. জেনারেল আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিমসহ উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সেনা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী দেশের সম্পদ তাই সব সদস্যদের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য ও পেশাদায়িত্বের সঙ্গে কাজ করতে হবে এ বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে তিনি বলেন, আপনারা জানেন, আমাদের সম্পদ সীমিত তা সত্ত্বেও বর্তমান সরকার সেনাবাহিনীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেনা সদস্যদের পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সত্ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি

২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের যাত্রা শুরু হয় তিন বছরের মাথায় এ ডিভিশনের অধীনে একটি নতুন পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের গোড়াপত্তন করা সম্ভব হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সত্যিই অভিভূত আজকের এ দিনটি সেনাবাহিনীর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, পরিপূর্ণতা অর্জনের দিন

নতুন ব্রিগেড ও ইউনিট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সিলেট অঞ্চলের অবকাঠামো, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রাণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেড পর্যায়ে স্পেশাল ফোর্স গঠনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে নতুন এ ব্রিগেড ও ইউনিটগুলোর বিক্রমশালী প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব বাধা বিপত্তি অতিক্রম করে এ ডিভিশনের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবেন বলে প্রত্যাশা প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু উন্নত ও পেশাদার সেনাবাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করে ১৯৭৪ সালেই প্রতিরক্ষা নীতিতে দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি বলেন, তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদী সমগ্র দেশকে তিনটি ভাগে বিভক্ত করেছে সেনাবাহিনীকেও সেই মোতাবেক সক্ষমতার দিক থেকে স্বতন্ত্র ও প্রশাসনিকভাবে সামর্থ্যবান তিনটি কমান্ডে নিয়োজিত হতে হবে

শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালে জাতির জনকের সুদূরপ্রসারী ওই প্রতিরক্ষা নির্দেশনার আলোকেই আমরা ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি জ্ঞানভিত্তিক পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিলাম এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের নৈতিক ও মানসিক শক্তি এবং পেশাগত জ্ঞান বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি       

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রমগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে তিনি বলেন, আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করার জন্য সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন পদাতিক ডিভিশন ও বেশকিছু ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়

তিনি বলেন, তার সরকারের চলতি মেয়াদে সেনাবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জামাদি ও জনবলের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে ফোর্সেস গোলের আওতায় ইতোমধ্যে সেনাবাহিনীর সাঁজোয়া কোরে অত্যাধুনিক ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীর কামান, আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে মিসাইল সিস্টেম, পদাতিক বাহিনীর ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং আর্মি এভিয়েশনে যুদ্ধবিমান ও হেলিকপ্টার সংযোজনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদী সংলগ্ন এলাকায় লেবুখালী সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার এভাবেই দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে তিনি বলেন, বর্তমান সরকারের অক্লান্ত চেষ্টা ও কূটনৈতিক সাফল্যের ফলে জাতিসংঘ মিশনের বিভিন্ন উচ্চতর পদে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এখন কাজ করছেন

এরআগে প্রধানমন্ত্রী পদাতিক ব্রিগেডের সদর দফতরে পৌঁছালে সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আনোয়ারুল মোমেন তাকে স্বাগত জানান ১১ পদাতিক ব্রিগেডসহ ৯ পদাতিক ইউনিটের পতাকা উত্তোলন শেষে ভাষণ দেন প্রধানমন্ত্রী

শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত: গতকাল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে প্রথমে শাহজালাল এবং পরে শাহপরাণের মাজারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি দুই আউলিয়ার মাজারে কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে এএফএম বাহাউদ্দিন নাসিম, আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শেখ হেলাল উদ্দিন এমপি, সুবিদ আলী ভূঁইয়া এমপি, মাহবুবুর রহমান এমপি, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সাবেক রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন এবং সিলেট জেলা ও নগর শাখার দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মাজার জিয়ারতের পর জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা ওই অনুষ্ঠানে যোগ দিতেই বেলা ১১টার পর তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান

উত্সবমুখর সিলেট: প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্সবমুখর ছিল সিলেট নগরী তাকে স্বাগত জানাতে দেয়ালে দেয়ালে টানানো হয় পোস্টার তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো নগরী চলতি বছরে সিলেটে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয় প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে যাবেন, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে পাশাপাশি ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সিলেট শহর ও শহরতলীতে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করে সেই সঙ্গে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় নিরাপত্তার দায়িত্ব পালন করেছে তিন হাজার পুলিশ এছাড়া গোয়েন্দা পুলিশ ও র্যাবের টহলটিম হজরত শাহজালাল এবং হজরত শাহপরাণ মাজার এলাকায় নজরদারিতে ছিল সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রহমত উল্লাহ এসব তথ্য জানান



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft