স্ত্রীকে আত্মঘাতী হামলার নির্দেশ দিয়েছিল মুসা
জিজ্ঞাসাবাদে জঙ্গি মুসার স্ত্রী তৃষা
Published : Tuesday, 27 December, 2016 at 12:15 AM, Count : 1734

বর্তমান প্রতিবেদক : পুলিশের অভিযান টের পেয়ে স্বামী মাঈনুল ওরফে মুসার সঙ্গে যোগাযোগ করেছিল স্ত্রী তৃষামনি বিশেষ অ্যাপসে সিক্রেট কনভারসেশন হয়েছিল তাদের মধ্যে পুলিশ তাদের বাড়ি ঘেরাও করে ফেলেছে বলে মুসাকে জানায় তৃষামনি মুসা সময় তৃষামনিকে বলে সুইসাইডাল ভেস্ট পরে নেয়ার জন্য চার মাসের শিশুসহ আত্মঘাতী হওয়ার পরামর্শ দেয় সে কিন্তু শিশু সন্তানের কথা মাথায় রেখে স্বামীর সেই নির্দেশনা উপেক্ষা করে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সন্তানসহ আত্মসমর্পণ করে সে ঢাকার মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দেয় তৃষামনি কাউন্টার টেররিজম ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন

গত শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর দক্ষিণখান থানাধীন পূর্ব আশকোনার ৫০ নম্বর বাসার নিচতলায় অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ রাতভর বাড়িটিকে ঘেরাও করে রাখা হয় ভোরে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয় নিয়ে জঙ্গিদের সঙ্গে কয়েকঘণ্টা দেন দরবারও চলে পরে সকাল ১০টার দিকে তৃষামনিসহ দুই নারী জঙ্গি তাদের সন্তান নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণকারী অন্য জঙ্গি নারীরা হলো রূপনগরের অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ইসলাম ওরফে শীলা সময়  সারিকা নামে এক নারী সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে এক নারী পুলিশের গোলাগুলিতে আফিফ কাদেরী আদর নামে এক তরুণ নিহত হয় গত ১০ সেপ্টেম্বর আজিমপুরে এক অভিযানে আফিফের বাবা তানভীর কাদের নিজেই আত্মহত্যা করে মারা যান ওই সময় আফিফের জমজ ভাই তাহরীম মা আবেদাতুল ফাতেমাকে গ্রেফতার করে পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, বেশিরভাগ নারী জঙ্গিরা তাদের স্বামীর মাধ্যমে জঙ্গিবাদে জড়িত হয়ে থাকে সেই ধারাবাহিকতায় তৃষামনি তার স্বামী মাঈনুল ওরফে মুসার মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছিল এসএসসি পর্যন্ত পড়াশোনা করা তৃষামনির গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার বুজরুখোলা গ্রামে দক্ষিণখানের ওই বাসায় ওঠার আগে স্বামীর সঙ্গে তারা উত্তরার নম্বর সেক্টরে থাকত ২০১৪ সালে তৃষামনির সঙ্গে তার বিয়ে হয় তৃষামনির বাবার নাম আবদুস সামাদ আর মুসার বাবা আবুল কালাম আজাদ তিনি মারা যান মাস ছয়েক আগে তার মা সুফিয়া বেগম সিটি সূত্র জানায়, আত্মসমর্পণকারী তৃষামনি জঙ্গি স্বামীর সঙ্গে থাকলেও জঙ্গিবাদ ততটা পছন্দ করত না ধর্মীয় ভুল ব্যাখ্যার মাধ্যমে তার স্বামী তাকে জঙ্গিবাদে সম্পৃক্ত করেছিল বলে দাবি করে স্বামী মুসার ধর্মীয় ভুল ব্যাখ্যার মাধ্যমে তাকে জঙ্গিবাদে সম্পৃক্ত করেছিল বলে দাবি করে অন্যদিকে, আত্মসমর্পণকারী আরেক নারী জেবুন্নাহার ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের ধোনাইতরিতে তার বাবার নাম মমিনুল হক মজুমদার মায়ের নাম জোহরা আক্তার চৌধুরী মা জোহরাকে ঘটনাস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft