ভেনিজুয়েলায় তিন সপ্তাহ জুড়ে বিক্ষোভ, নিহত ২৪
Published : Tuesday, 25 April, 2017 at 8:46 PM, Count : 730

বর্তমান ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সোমবার সরকারপন্থি ও বিরোধী দলের সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছেন। এর ফলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে বের হওয়া এক মিছিলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মেরিদা রাজ্যের স্থানীয় সরকারের এক কর্মকর্তা নিহত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। বারিনাস রাজ্যের অপর এক সরকারি কর্মকর্তা বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে জানানো হয়েছে। সংঘর্ষে আরও এক বিরোধী দলীয় সমর্থক নিহত হন। বিরোধী দল জাস্টিস পার্টির দাবি, সরকারবিরোধী মিছিলে সরকারপন্থি সশস্ত্র সমর্থকদের হামলায় ওই ব্যক্তি নিহত হন। সরকারি কর্মকর্তা অবদুসমান তারেকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন। সস্প্রতি বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টের ক্ষমতা সুপ্রিমকোর্ট নিজের হাতে তুলে নেয়ার ঘোষণার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে ওই রায় পরিবর্তন হলেও সংঘর্ষ থামানো যায়নি। রাজনৈতিক সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অপরদিকে, শুক্রবার কারাকাসে লুট করার সময় ১১ জন নিহত হন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, সরকার ‘সশস্ত্র লুটেরাদের’ পাঠাচ্ছে তাদের সম্পদ লুট করার জন্য। বিরোধী নেতা কার্লোস ইয়েনেজ এ অবস্থাকে ‘যুদ্ধের মতো’ বলে উল্লেখ করেছেন। বিরোধী দলের নেতারা মাদুরোকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। ২০১৪ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এটি। সূত্র: আল-জাজিরা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft