মুজিব জন্মশতবর্ষে রাবেয়া-রোকেয়ার গৃহ প্রত্যাবর্তন এক বড় পাওয়া: প্রধানমন্ত্রী
Published : Sunday, 14 March, 2021 at 3:12 PM, Count : 2055

বর্তমান প্রতিবেদক: মুজিব জন্মশতবর্ষের এই সময়ে রাবেয়া-রোকেয়ার গৃহ প্রত্যাবর্তন বড় পাওয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা ১২টার পর ‘মুজিব জন্মশতবর্ষে রাবেয়া-রোকেয়ার শুভ গৃহ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষের এই সময়ে রাবেয়া-রোকেয়ার গৃহ প্রত্যাবর্তন আমাদের জন্য একটা বিশেষ পাওয়া।
তিনি আরও জানান, প্রায় ৪৮ ঘণ্টাব্যাপী এই বিশাল অপারেশন সফল হয়েছে চিকিৎসক এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের সার্বিক সাহায্য ও সহযোগিতায়। এই দীর্ঘ ও জটিল অপারেশন বাংলাদেশে করার মূল লক্ষ্যই ছিল দেশের ডাক্তারদের সাফল্যের খাতায় আরেকটি নতুন অভিজ্ঞতা সংযুক্ত করা। বাংলাদেশী চিকিৎসকদের পাশাপাশি হাঙ্গেরির যে চিকিৎসকরা দীর্ঘদিন বাংলাদেশে থেকে এ অপারেশন সফল করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
রাবেয়া-রোকেয়া ২০১৬ সালের ১৬ জুলাই পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলাম ও তাসলিমা দম্পতির ঘরে মাথা জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে। গুরুতর এই ক্রুটি নিয়ে ছোট্ট শিশু দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৪ অক্টোবর ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ উদ্বোধনকালে তাদের চিকিৎসার দায়িত্ব নেন। গঠন করা হয় মেডিকেল বোর্ড। চিকিৎসার জন্য তাদের হাঙ্গেরির বুদাপেস্টের একটি হাসপাতালে ৭ মাস রাখা হয়। বেশ কয়েক দফা অপারেশনও হয়েছিল শিশু দুটির।
সর্বশেষ, ২০১৯ সালের ২ আগস্ট ঢাকার সিএমএইচ হাসপাতালে ঘটে এক যুগান্তরকারী ঘটনা। দেশের বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াও হাঙ্গেরির ৩৫ জন বিশেষজ্ঞ ডাক্তার টানা ৩৩ ঘণ্টা অপারেশন চালিয়ে দুই বোনের জোড়া লাগা মাথা আলাদা করেন। সেই সার্জারির পর সিএমএইচ হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাবেয়া-রোকেয়াকে দেখে আসেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft