শিরোনাম: |
আসন থেকে উঠে গিয়ে রওশন এরশাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
|
![]() জানা গেছে, থাইল্যান্ডে প্রায় ৮ মাস চিকিৎসা শেষে গত ২৭ জুন দেশে ফেরেন রওশন এরশাদ। ২০২১ সালের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে ছিলেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। |