শিরোনাম: |
বাংলাদেশ সফরেও নেই জাদেজা!
|
![]() ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, জাদেজা ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ইয়াশ দায়াল। পিঠের সমস্যায় ভুগছেন বাঁহাতি এই পেসার। গত সেপ্টেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর এখনও ম্যাচ ফিটনেস ফিরে পাননি জাদেজা। টেস্ট সিরিজের আগেও জাদেজা ফিট হয়ে না উঠলে সাদা পোশাকের দলে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার। ভারত ‘এ’ দলের বাংলাদেশ সফরের স্কোয়াডে রয়েছেন সৌরভ। এই দুজনের পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার কুলদিপ সেন ও স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৫ নভেম্বর শুরু হবে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন কুলদিপ ও শাহবাদ। এখন তারা বাংলাদেশ সফরের দলে যোগ দেবেন। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে আসবে ভারত জাতীয় দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। পরে টেস্ট দুইটি মাঠে গড়াবে ১৪ ও ২২ তারিখে। |