আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Published : Sunday, 15 January, 2023 at 7:38 PM, Count : 2395

রাজশাহী ব্যুরো: রোববার সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৩ জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃখ্যপাত্র মো: রফিকুল আলম।

সম্মাননা স্মারক প্রাপ্ত কর্মকর্তারা হলো মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ), মো: রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া), মো: আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা), উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস), মো: সোহেল রানা, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা), মো: ফরিদ হোসেন, অফিসার ইনচার্জ (পবা থানা), মো: মইনুল বাশার, পুলিশ পরিদর্শক (চন্দ্রিমা থানা), মো: আব্দুর রফিক, পুলিশ পরিদর্শক (মেট্রোকোর্ট), মীর মো: আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (সিটিএসবি), এম এস মাহমুদ আলী, সার্জেন্ট (ট্রাফিক বিভাগ), কিংকর লাল মন্ডল, এসআই, বোয়ালিয়া মডেল থানা, মোহা: সাহাবুল ইসলাম, এসআই, পবা থানা, মো: আখেরুল ইসলাম, এএসআই, বোয়ালিয়া মডেল থানা।

অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা  হয়।

অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft