শিরোনাম: |
ঢাবি মৈত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রিনা চ্যাম্পিয়ন ও ফাতেমা রানার্স-আপ
|
![]() বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে শ্রেণিকক্ষের পাশাপাশি খেলার মাঠেও অ্যাথলেটদের সমভাবে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল খেলার মাঠ উন্মুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে গবেষণা, উদ্ভাবন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নৈপূণ্য প্রদর্শন করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি নারী শিক্ষার্থীরা সমভাবে অংশগ্রহণ করবে বলে উপাচার্য আশাবাদ ব্যাক্ত করেন। |