শিরোনাম: |
সালমানের সিনেমায় অভিষেক, আরো প্রস্তাব শেহনাজের হাতে
|
![]() খুব শিগগিরই নারীকেন্দ্রিক একটি সিনেমাতে দেখা যাবে শেহনাজকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে বাণী কাপুরকে। এর যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছেন শেহনাজও। রীতি মতো অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। মার্চ মাস থেকেই শুরু হবে সিনেমার শুটিং। আবহাওয়ার কারণেই এই সময়কে বেছে নিয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে সিনেমার একটা বড় অংশের শুটিং হবে ভোপালে। যদিও নাম এখন নির্বাচন করা হয়নি। |