যে পোষা প্রাণীগুলো মানুষের জীবন বাঁচিয়েছিল
Published : Tuesday, 19 December, 2017 at 10:04 PM, Count : 6902

বর্তমান ডেস্ক : কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী; যুগযুগ থেকেই মানুষ প্রাণী পুষতে পছন্দ করে বিভিন্ন প্রয়োজনে যেমন বাড়ি পাহারা দিতে, অন্যান্য প্রাণীর উত্পাত দূর করতে বা অবসর সময়ে নির্মল আনন্দ পেতেও অনেকে বিভিন্ন প্রাণী পুষে এই পোষা প্রাণীগুলো একসময় নিজ পরিবারেরই একটি অংশ হয়ে দাঁড়ায় তারাও যথেষ্ট প্রভুভক্তি দেখিয়ে মনিবের মনে আলাদা জায়গা দখল করে নেয় চলুন আজ এমনই কিছু পোষা প্রাণী সম্পর্কে জানা যাক যারা তাদের মনিবদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছিল

বাবু

২০১১ সালের ১১ মার্চ জাপানে টহকু নামে এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি হয় সে সময় ৮৩ বছর বয়সী বৃদ্ধা টামি আকানুমা তার পোষা কুকুর বাবু সঙ্গে জাপানের মিয়াকো শহরেই বসবাস করতেন সেদিন ভূমিকম্প টের পেয়ে বাবু তার মনিবকে বাইরে ঘুরতে যাবার জন্য সঙ্কেত প্রদান করে টামি কিছুটা অবাক হয়েছিলেন কারণ অন্যদিনের তুলনায় বাবু সেদিন অনেক আগেই বাইরে বেড়াতে যেতে চাচ্ছিল তবে বাবুর পীড়াপীড়ি দেখে তিনি তাকে নিয়ে বাইরে বের হয়ে আসেন তারা ঘর থেকে বের হওয়া মাত্র শহরের সুনামির সতর্ক সঙ্কেত বেজে ওঠে টামি চাচ্ছিলেন তার সবকিছু গোছগাছ করে এলাকা ত্যাগ করবেন, কিন্তু বাবু তাকে শুধুই সামনে যাওয়ার জন্য টানছিল টামি অন্য কোনো দিকে যেতে লাগলেই বাবু জোর করে তাকে পাহাড়ের দিকে যেতে সঙ্কেত দিচ্ছিল এভাবে একরকম জোর করেই বাবু টামির অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে বাসা থেকে প্রায় কিলোমিটার দূরের এক পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় পাহাড়ে উঠে টামি আকানুমা পেছন ফিরে তাকিয়ে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না ভূমিকম্পের পরপরই যে সুনামি হয়েছে তাতে তার পুরো শহর তছনছ হয়ে গেছে যেখানে তার বাড়ি থাকার কথা সেখানকারও সবকিছু ধ্বংস হয়ে গেছে বুঝতে পারলেন বাবু যদি তাকে বাসা থেকে বের করে নিয়ে না আসতো তাহলে তিনিও সেই ধ্বংসযজ্ঞের শামিল হতেন

ক্লাক ক্লাক

ঘটনাটি ২০১২ সালের ২৭ ডিসেম্বরের সেদিন সকাল ৬টা ১৫ মিনিটে একটি মুরগির গলার আওয়াজে ডেনিস মুরস্কা এবং তার স্ত্রী সুজান কটি ঘুম ভেঙে যায় তাদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে কারণ, প্রথমত এত সকালে তাদের মুরগিগুলো কোনো দিন ডাকেনি এবং দ্বিতীয়ত অন্যদিনের তুলনায় সেদিন তাদের কোনো এক মুরগি অতিরিক্ত জোরে চিত্কার করছিল মুরগিটির এমন অদ্ভুত আচরণের কারণ বের করতে ডেনিস বিছানা থেকে উঠে বাড়ির বেজমেন্টে প্রবেশ করলেন

নিচে নেমে আসা মাত্রই তিনি দেখলেন তার গ্যারেজে আগুন লেগেছে এবং দ্রুতই সেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে কোনো কারণে গ্যারেজের স্মোক ডিটেক্টরটি কাজ করেনি, যার ফলে বাসার কেউই প্রথমে আগুনের ব্যাপারটি টের পায়নি তত্ক্ষণাত্ ডেনিস ঘরে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে জাগিয়ে দেন এবং দুজনে দ্রুত বাসা ত্যাগ করেন

একটু পরে দমকলবাহিনী এসে বাড়ির আগুন নেভায় এবং তারা একটি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft