শিরোনাম: |
রংপুরে তিস্তার পানি বিপৎসীমার উপরে, পাউবোর সকর্তবার্তা
|
![]() পাউবো সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলেও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। যমুনেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৬৬ মিটার ও ঘাঘট নদীর পানি ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে উত্তরের অন্য সব নদ-নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিন গাইবান্ধায় ঘাঘট নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং করতোয়ার পানি চক রহিমপুর পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া, ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে বিপদৎসীমার ৪৫ সেন্টিমিটার ও তালুক শিমুল বাড়ি পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হয়। দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে ও ব্রহ্মপুত্র নদীর পানি নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। |