সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১
জানুয়ারির ফাইনালেও আওয়ামী লীগ বিজয়ী হবে : ওবায়দুল কাদের
Published : Monday, 13 November, 2023 at 6:00 AM, Count : 153

বর্তমান প্রতিবেদক: আগামী জানুয়ারির ফাইনালেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আস্থা রাখুন বঙ্গবন্ধুর কন্যার প্রতি। শেখের বেটি শেখ হাসিনার প্রতি। আগামী জানুয়ারির ফাইনালেও বঙ্গবন্ধুর চেতনার, মুক্তিযুদ্ধের মূল্যবোধে আমরা বিজয়ী হবো। আবারও বিজয়ী হব। নিজেরা শক্তিমান হন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
আক্রমণ আসলে নেতাকর্মীদের পাল্টা আক্রমণের আহ্বান জানিয়ে কাদের বলেন, সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আপনার সাহস নিয়ে রাস্তায় দাঁড়াবেন। আক্রমণ করলে পাল্টা আক্রমণ। ছাড়া হবে না। অপশক্তিকে আমার ক্ষমা করবো না। শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী, কোনো অপশক্তি তাকে হঠাতে পারবেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

খুলনার আওয়ামী লীগের এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খুলনা সফরে যান শেখ হাসিনা। সরকারপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বেলা পৌনে একটার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft