শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬ আশ্বিন ১৪৩১
কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে জয়ী পরিসংখ্যান ও এমসিজে
Published : Sunday, 4 February, 2024 at 6:00 AM, Update: 04.02.2024 11:10:16 PM, Count : 208

মারিয়াম আক্তার, কুবি প্রতিনিধি: ফাইনাল খেলার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)  মেয়ে ও ছেলেদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয়েছে পরিসংখ্যান বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। রোববার কুবি শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হয়।

সাড়ে তিনটায় প্রথম খেলায় মুখোমুখি হয় পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। এ খেলায় পরিসংখ্যান বিভাগ ২-০ সেটে জয়ী হয়। এ নিয়ে টানা পাঁচবার মেয়েদের ব্যাডমিন্টনে জয়ী হয়েছে তারা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সোনিয়া সুলতানা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের নবনিতা পাল।

অন্যদিকে, পরের খেলায় মুখোমুখি হন ব্যবস্থাপনা শিক্ষা এবং এমসিজে। এ খেলায় এমসিজে ২-১ সেটে জয় লাভ করে। ফাইনাল সেরা হন এমসিজের সৌরভ সিদ্দিকী এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন রায়হানুল হক।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল। বাইরের বিভাগের অনেককেই দেখেছি অনেক উপভোগ করেছে। আশাকরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় অনেক এগিয়ে যাবে। আমাদের ক্রিকেট টিমও আজ আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট খেলতে আজকে রাজশাহী যাচ্ছে। তাদের জন্যও শুভকামনা।'

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft