শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬ আশ্বিন ১৪৩১
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন
Published : Tuesday, 27 August, 2024 at 6:00 AM, Count : 112

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দূর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র দ্রুত অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালের বহির্বিবাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছাঃ তাহ্সিনা পারভীন, মোঃ নয়ন মনি ও বেনজামিন দাস। মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং তার সহযোগি জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র অপসারণ দাবি করা হয়। মানববন্ধনে হাসপাতালের দেড় শতাধিক নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft