বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
১২ মাসে ৫৬ সিনেমা
Published : Saturday, 24 December, 2016 at 6:00 AM, Count : 877

বিনোদন প্রতদিবেদক : ডিজিটালের ছোঁয়ায় ঢাকাই চলচ্চিত্র নাজুক অবস্থা কাটিয়ে নতুন সম্ভাবনায় পা দিয়েছে। গত কয়েক বছর বেশ কিছু ব্যবসা সফল সিনেমা মুক্তি পেয়েছে। তবে গত বছরের তুলনায় চলতি বছর সিনেমা মুক্তির সংখ্যা কিছুটা কম।

২০১৬ সালে আমদানি ও যৌথ প্রযোজনায় নির্মিত, গত ২৩ ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে মুক্তি পেয়েছে ৫৫টি সিনেমা। আগামী ৩০ ডিসেম্বর একটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। হিসাব অনুযায়ী এ বছর মোট ৫৬টি সিনেমা মুক্তি পাচ্ছে। প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৬ সালের সিনেমা মুক্তির তালিকা অনুযায়ী বছরজুড়ে যেসব সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

জানুয়ারি

এ মাসে মুক্তি পায় ৫টি সিনেমা। এগুলো হলো- মাটির পরী, পরিচালক সায়মন তারিক। এতে অভিনয়ে সাইমন সাদিক, লামিয়া, মৌমিতা প্রমুখ। ভুল যদি হয়, পরিচালক চাষী নজরুল ইসলাম। অভিনয়ে ইমন, সম্রাট, আলিশা প্রধান প্রমুখ। অঙ্গার যৌথ প্রযোজনার এ সিনেমাটি পরিচালনা করেন, ওয়াজেদ আলী সুমন। অভিনয়ে ওম, জলি, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ। আন্ডার কনস্ট্রাকশান পরিচালক সৈয়দা রুবায়েত হোসেন। অভিনয়ে শাহানা গোস্বামী, রাহুল বোস, মিতা চৌধুরী, শাহাদাত হোসেন প্রমুখ। পুড়ে যায় মন, পরিচালনা অপূর্ব রানা। অভিনয়ে সাইমন, পরীমনি, আলীরাজ প্রমুখ।

ফেব্রুয়ারি

এ মাসে মুক্তি পায় ৭টি সিনেমা। এগুলো হলো- রাজা ৪২০ পরিচালক উত্তম আকাশ। অভিনয় করেছেন শাকিব, অপু, অমিত হাসান। সুইট হার্ট, পরিচালক ওয়াজেদ আলী সুমন। অভিনয় করেছেন বাপ্পী, মিম, রিয়াজ। ভালোবাসবই তো, পরিচালক বেলাল আহমেদ। অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি। হিরো ৪২০, পরিচালক সৈকত নাসির। অভিনয় করেছেন ওম, ফারিয়া, আশীষ বিদ্যার্থী প্রমুখ। বেপরোয়া (আমদানিকৃত), পরিচালক পীযুষ সাহা। অভিনয় করেছেন সূর্য ও পাপড়ি। বেলাশেষে (আমদানিকৃত), পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রকাশ মুখার্জি। অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী, সাথীলেখা, ঋতুপর্ণা, অপরাজিতা প্রমুখ। কৃষ্ণপক্ষ, পরিচালক মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন রিয়াজ, মাহি ও ফেরদৌস প্রমুখ।

মার্চ

এ মাসে মুক্তি পায় ৭টি সিনেমা। এগুলো হলো- ছিন্নমূল, পরিচালক কাজী হায়াত্। অভিনয় করেছেন মারুফ, অরিন, কাজী হায়াত্। গুণ্ডামি, পরিচালক সায়মন তারিক। অভিনয় করেছেন শাহরিয়াজ ও বিপাশা। বুলেট বাবু, পরিচালক মঈন বিশ্বাস। অভিনয় করেছেন রোহান, সাকিরা, ইমু, আলেক জান্ডার বো প্রমুখ। মিয়া বিবি রাজি, পরিচালক শাহীন সুমন। অভিনয় করেছেন সুমিত, শিরিন শীলা ও মিশা সওদাগর। ভোলা তো যায় না তারে, পরিচালক রফিক শিকদার। অভিনয় করেছেন নিরব, তানহা, হিল্লোল, সুব্রত ও মাসুম আজিজ। ছোট কাকু, পরিচালক আফজাল হোসেন। অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। উতলা মন, পরিচালক আবদুল আউয়াল। অভিনয় করেছেন আড়িয়াল শাহ, মনিকা, মিশা সওদাগর।

এপ্রিল

এ মাসে ৭টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো- মন জানে না মনের ঠিকানা, পরিচালক মুশফিকুর রহমান গুলজার। অভিনয় করেছেন মৌসুমী, রাজ্জাক, পরীমনি। পূর্ণদৈর্ঘ্য প্রেম কহিনী ২, পরিচালক সাফিউদ্দীন সাফি। অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন ও মৌসুমী হামিদ। অনেক দামে কেনা, পরিচালক জাকির হোসেন রাজু। অভিনয় করেছেন মাহি, বাপ্পী ও ডিপজল। শঙ্খচিল, (যৌথ প্রযোজনা), পরিচালক গৌতম ঘোষ। অভিনয় করেছেন প্রসেনজিত্ ও কুসুম শিকদার। মুসাফির, পরিচালক আশিকুর রহমান। অভিনয় করেছেন আরিফিন শুভ, মারজান জেনিফার, মিশা সওদাগর, টাইগার রবি। বাজে ছেলে, পরিচালক সোহেল বাবু। অভিনয় করেছেন আরশী ও বাপ্পী। আইসক্রিম, পরিচালক রেদওয়ান রনি। অভিনয় করেছেন কুমার উদয়, নাফিসা, তুষি, শরিফুল রাজ।

মে

এ মাসে ৯টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো- অস্তিত্ব, পরিচালক অনন্য মামুন। অভিনয় করেছেন আরিফিন শুভ, তিশা, সুচরিতা ও সুব্রত। অজান্তে ভালোবাসা, পরিচালক এজে রানা। অভিনয় করেছেন সাইমন ও আলিশা। রুদ্র, পরিচালক সায়েম জাফর ইমামি। অভিনয়ে এবিএম সুমন ও পিয়া বিপাশা। দিওয়ানা মন, পরিচালক নূরুল ইসলাম প্রীতম। অভিনয় করেছেন রাফি সালমান, ওমর সানি, জাভেদ, ড্যানি রাজ। বাদশা দ্য ডন (যৌথ প্রযোজনা), পরিচালক আবদুল আজিজ। অভিনয় করেছেন জিত্ ও নুসরাত ফারিয়া। সম্রাট, পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও মিশা সওদাগর। রানা পাগলা (মেন্টাল), পরিচালক শামীম আহমেদ রনি। অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, মিশা, পড়শি প্রমুখ। দর্পন বিসর্জন, পরিচালক সুমন ধর। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। কেলোরকীর্তি (আমদানিকৃত), পরিচালক রাজা চন্দ। অভিনয় করেছেন দেব, অঙ্কুশ, যীশু, নুসরাত প্রমুখ।

আগস্ট

এ মাসে ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো- আড়াল, পরিচালক শাহেদ চৌধুরী। অভিনয় করেছেন শাহরিয়াজ, আঁচল, বিপাশা কবির। নিয়তি (যৌথ প্রযোজনা), পরিচালক জাকির হোসেন রাজু। অভিনয় করেছেন আরিফিন শুভ ও জলি প্রমুখ। মাস্তানি, পরিচালক ফিরোজ খান প্রিন্স। অভিনয় করেছেন- মারুফ, মৌসুমী হামিদ ও কাবিলা। অজ্ঞাতনামা, পরিচালক তৌকির আহমেদ। অভিনয় করেছেন নিপুন, মোশাররফ করিম প্রমুখ। এক জবানের জমিদার হেরে গেলেন এইবার, পরিচালক উত্তম আকাশ। অভিনয় করেছেন আমিন, সিলভী, হুমায়ূন ফরীদি প্রমুখ।

সেপ্টেম্বর

এ মাসে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো- পৌষ মাসের পিরিত, পরিচালক নারগিস আক্তার। অভিনয় করেছেন পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল, প্রিয়াঙ্কা প্রমুখ। শুটার, পরিচালক রাজু চৌধুরী। অভিনয় করেছেন শাকিব, বুবলী, মিশা প্রমুখ। রক্ত (যৌথ প্রযোজনা), পরিচালক ওয়াজেদ আলী সুমন। অভিনয় করেছেন পরীমনি, রোশান, আশীষ বিদ্যার্থী প্রমুখ। বসগিরি, পরিচালক শামীম আহমেদ রনি। অভিনয় করেছেন শাকিব, বুবলী, মিশা সওদাগর। আয়নাবাজি, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া প্রমুখ।  এক রাস্তা, পরিচালক ইফতেখার চৌধুরী। অভিনয় করেছেন বাপ্পী, ববি, আনিসুর রহমান মিলন।

অক্টোবর

এ মাসে ২টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো- প্রেম কি বুঝিনি (যৌথ প্রযোজনা), পরিচালক আবদুল আজিজ। অভিনয় করেছেন ওম ও শুভশ্রী। চোখের দেখা, পরিচালক পিএ কাজল। অভিনয় করেছেন সাইমন, অহনা, কাজী হায়াত্।

নভেম্বর

এ মাসে ২টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো- ভালোবাসাপুর, পরিচালক এখলাস আবেদীন। অভিনয় করেছেন মনিরাজ খান, অর্ণা, সাদেক বাচ্চু, সুব্রত, জলি। যদি তুমি জানতে, পরিচালক নদী ফিরোজ। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, আশরাফ টিটু ও রাইসুল ইসলাম আসাদ।

ডিসেম্বর

এ মাসে ৬টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো- পৃথিবীর নিয়তি পরিচালক শেখ শামীম। অভিনয় করেছেন রুবেল, রাবিনা বৃষ্টি, রাশেদ প্রমুখ। ধূমকেতু, পরিচালক শফিক হাসান। অভিনয় করেছেন শাকিব, পরীমনি, অমিত হাসান প্রমুখ। লাল সবুজের সুর, পরিচালক মুশফিকুর রহমান গুলজার। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী প্রমুখ। আমি তোমার হতে চাই, পরিচালক অনন্য মামুন। অভিনয় করেছেন বাপ্পী ও মিম। এক পৃথিবী প্রেম, পরিচালক এসএ হক অলিক। অভিনয় করেছেন আসিফ নূর ও আইরিন। মিসড কল (৩০ ডিসেম্বর) মুক্তি পাবে। পরিচালক সাফিউদ্দীন সাফি। অভিনয়ে বাপ্পী, মিশা সওদাগর প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com