শিরোনাম: |
জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ‘জনকের মুখ’
|
![]() শওকত ওসমানের ‘দুই সঙ্গী’র মতো বেশ কয়েকজন লেখকও সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন গল্প। সবগুলোই জাতির জনককে নিয়ে লেখা। ৫৫ জন লেখকই গল্পের ছলে একেক রকমভাবে প্রকাশ হয়েছেন বঙ্গবন্ধু। সেসব গল্প নিয়ে প্রকাশিত গল্প সংকলন জনকের মুখ। সম্পাদনা করেছেন আখতার হুসেন। গত শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গল্প সংকলনটিন মোড়ক উন্মোচন করা হয়। এই মাটি, এই দেশ, দেশের মানুষের জন্য জনকের ভালোবাসা, আত্মত্যাগ, সংগ্রাম, স্বপ্নসব কিছুই প্রকাশ পেয়েছে কোনো না কোনোভাবে। তেমনি জনকের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, তাও ফুটে উঠেছে গল্পগুলোতে জানালেন সংকলনটির সম্পাদক আখতার হুসেন। এর আগে সম্মিলিতভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতজন রামেন্দু মজুমদারে সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, গবেষক ও প্রাবন্ধিক বিশ্বজিত্ ঘোষ। স্বাগত বক্তব্য দেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন। অনুষ্ঠানের সূচনা হয় ‘ওই মহামানব আসছে’ গানের সঙ্গে তাবাসসুম আহমেদ ও তার দলের কোরিওগ্রাফির মধ্য দিয়ে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ। প্রকাশিত বই ও গতকালের প্রকাশনা উত্সবকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অভিনন্দনপত্র পাঠ করেন মাহমুদা আখতার। বইটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। দাম রাখা হয়েছে ৮০০ টাকা। |