বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
কুবিতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু ২ অক্টোবর
Published : Saturday, 24 September, 2022 at 6:00 AM, Count : 125

তারিন সুমাইয়া, কুবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ৮ দিনের ছুটিতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান ও শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, হলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা ভিসি স্যারের সাথে এই সপ্তাহেই মিটিং করে সিদ্ধান্ত নিব। উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থেকে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়ম মেনে চলবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com