বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
শাকিবের পাশে আছি সবসময়: বুবলী
Published : Saturday, 29 October, 2022 at 6:00 AM, Count : 199

বর্তমান ডেস্ক: শাকিব-বুবলি ইস্যুর রেশ যেন কাটছেই না। দিনকে দিন নতুন নতুন বিষয়াদি উঠে আসছে তাদের ঘিরে। কিছুদিন আগে শাকিব সংবাদমাধ্যমে স্ত্রী-সন্তান নিয়ে কথা বলেছেন। এরপরই সংবাদমাধ্যমে মুখ খুললেন বুবলী।

শুক্রবার (২৮ অক্টোবর) এক সাক্ষাৎকারে বুবলী বলেছেন, স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার (শাকিব খান) পাশে আছি। দিনশেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক। শেহজাদ খান বীরের জন্মের সময়ের স্মৃতিচারণ করে বুবলী বলেন, জল ঘোলা করে, পাল্টাপাল্টি কথা বললে কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। করোনার সময় আমেরিকার মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া এবং দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা-আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।

বুবলী জানান, মানুষের জীবনটা খুব ব্যতিক্রম। কখন কি হয় কেউ জানে না। সময় সবকিছু পরিষ্কার করে দেয়, কে ভুল কে সঠিক তাও সময় বলে দেয়'- বলেন বুবলি।

এই অভিনেত্রী বলেন, যে সময়টা কাউকে সবচেয়ে সঠিক মনে হয়, ঠিক অন্য আরেকটা সময় গিয়ে তাকে সবচেয়ে ভুল মনে হয়। এর জন্য সময় এবং পরিস্থিতি কিছুটা দায়ী। তাই কে কখন কী ভাবছে, এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত মতামত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com