শিরোনাম: |
ওজন ঝরাতে ওট্স খাচ্ছেন, অল্প সময়েই বানিয়ে ফেলুন তিন সুস্বাদু খাবার
|
![]() ওট্স ফাজ: আধ কাপ ওট্স এবং এক টেবিল চামচ চিয়া বীজ একটি কাচের জারে ভরে এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখুন। এক টেবিল চামচ পিনাট বাটার ও এক টেবিল চামচ মেপল সিরাপ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কাচের বয়ামে ঢাকনা লাগিয়ে সারা রাত ফ্রিজে রাখুন। সকালে পছন্দের ফল ও বাদাম কুচি ছড়িয়ে সেরে ফেলুন প্রাতরাশ। চকলেট-বানানা ওট্স: একটি পাত্রে অর্ধেকটা কলা নিয়ে ভালো করে মেখে নিন। তাতে আধ কাপ ওট্স, এক কাপ দুধ, এক চামচ কোকো পাউডার, এক চামচ চিয়া বীজ, দুই চামচ গ্রিক ইয়োগার্ট, দুই চামচ মেপল সিরাপ দিয়ে ভাল করে মিশিয়ে একটি ঢাকা দেওয়া কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে পরের দিন সকালে খেতে পারেন। ওট্স পিনাকোলাডা: একটি পাত্রে ওট্স নিয়ে তাতে এক চামচ চিয়া বীজ, এক চামজ শুকনো নারকেল গুঁড়া, এক কাপ আনারস, আধ কাপ নারেলের দুধ, দুই চামচ গ্রিক ইয়োগার্ট, দুই চামচ মধু, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিন। একটি কাচের গ্লাসে ঢেলে ফ্রিজে রাখুন। ঘণ্টা চারেক পরে ঠান্ডা ঠান্ডা চেখে দেখুন পিনাকোলাডা। |