ট্রেনের টিকিট বিক্রি শুরু
Published : Monday, 9 August, 2021 at 1:02 PM, Count : 1647

বর্তমান প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন শেষে বুধবার থেকে চালু হতে যাওয়া ট্রেনের জন্য আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে এই টিকিট বিক্রি। সকাল থেকেই রেলওয়ে পুলিশকে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়াতে এবং মাস্ক পড়ার জন্য অনুরোধ করতে দেখা গেছে। প্ল্যাটফর্মে রেলযাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছেন। বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে। নারীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের রেলওয়ের কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকেট অনলাইনে ও মোবাইল অ্যাপে এবং বাকি অর্ধেক টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু হতে যাচ্ছে। তবে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ থাকছে।

করোনা পরিস্থিতিতে গত ১ জুলাই দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। ওই সময় যাত্রীবাহী গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদের ছুটিতে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল হলে ট্রেনও চালু হয়।

এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হয়। তখন থেকে সব গণপরিবহনই বন্ধ আছে। সরকার ঘোষিত ১৯ দিনের এই কঠোর লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার। এবার চালু থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, বিপণি বিতান ও দোকানপাট। আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। 
 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft