রবিবার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
ইসি গঠন নিয়ে সংলাপ
রাজনৈতিক দলের মতামতে রূপরেখা বেরিয়ে আসবে - রাষ্ট্রপতি
Published : Tuesday, 20 December, 2016 at 6:00 AM, Count : 191

বর্তমান প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর মতামত থেকে নির্বাচন কমিশন গঠনে একটা রূপরেখা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেন, আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয় রাষ্ট্রপতির সংলাপের দ্বিতীয় দিন মঙ্গলবার জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন

চলমান দশম জাতীয় সংসদেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আইন প্রণয়নসহ পাঁচ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বঙ্গভবনের দরবার হলে সোয়া এক ঘণ্টার এই আলোচনায় জাতীয় পার্টির ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ

আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপ্রধান জাতীয় পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আমন্ত্রণে আসার জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সব দলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ইসি গঠনে জাতীয় পার্টির প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, ইসি গঠনে জাপার পাঁচ দফা প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৈঠক শেষে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ  সম্মেলনে বিরোধীদলীয় নেত্রী জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিতই আছে নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে নতুন করে ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ ইতিবাচক তার সঙ্গে আমাদের আন্তরিক পরিবেশে কথা হয়েছে আমরা আশাবাদী তিনি আন্তরিকতার সঙ্গেই ইসি গঠনে উদ্যোগী হবেন সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গতবারের ইসি গঠনের পর বলা হয়েছিল ইসি গঠন সুষ্ঠু হয়নি, নির্বাচন কমিশনাররা নিরপেক্ষ নন, এবার কী ভাবছেন? এর উত্তরে তিনি বলেন, এবার ভালো কিছু আসবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও বলেন, আলোচনা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি, ইসি গঠনে রাষ্ট্রপতি আন্তরিকভাবে কাজ করবেন এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মঙ্গলবার বেলা ৩টা থেকে বঙ্গভবনের দরবার হলে এক ঘণ্টার এই আলোচনায় জাতীয় পার্টির ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বিরোধীদলীয় নেতা পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, দেলোয়ার হোসেন, এসএম ফয়সাল চিশতী, তাজ রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, খালেদ আক্তার বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলে ছিলেন



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com