বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
ফুটবল
ব্রাজিলকে পুরনো রূপে ফেরাতে রোনালদোর বড় সিদ্ধান্ত
Published : Tuesday, 17 December, 2024 at 6:00 AM, Count : 193

বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপের পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। ব্রাজিলের ফুটবল কনফেডারশনের সভাপতি হতে চান সাবেক কিংবদন্তী সেলেসাও ফুটবলার রোনালদো নাজারিও। সোমবার সেই গুঞ্জনকেই বাস্তবতায় রূপ দিয়েছেন ৪৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার। জানিয়েছেন সামনের নির্বাচনে সভাপতির হওয়ার লড়াইয়ে নামছেন তিনি। 

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এনদালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। কিন্তু এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের মার্চে নির্বাচনের দ্বার উন্মুক্ত হয়ে যাবে।

সাবেক রিয়াল মাদ্রিদ ও এসি মিলান তারকা নির্বাচনে দাঁড়ানোর কারণটাও উল্লেখ করেছেন। যেখানে মূলত ব্রাজিলকে পুরনো রূপে ফেরানোর কথাই জানিয়েছেন তিনি, 

“বেশ অনেকগুলো কারণে আমার তাড়না কাজ করছে এই পদে লড়ার। তবে আমার মূল চাওয়া ব্রাজিলের ফুটবলকে আগের জায়গায় ফেরানো।”
ক্লাব কর্তা হিসেবে লম্বা সময় ধরেই কাজ করার অভিজ্ঞতা আছে রোনালদোর। তবে সিবিএফের গুরু দায়িত্ব সামলাতে হলে সেগুলো ছাড়তে হবে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকাকে। এরই মধ্যে ব্রাজিলের ক্লাব ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন তিনি, তার নামে থাকা স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদের মালিকানার অংশটুকুও ছাড়ার দ্বারপ্রান্তে।

গ্লোভো এস্পোর্তেকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রোনালদো, 

“আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার শেয়ারের অংশটুকু বিক্রি করতে। খুব শীঘ্রই তা সমাধানের ব্যাপারে আমি আশাবাদী। আশা করি এটা আমার নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াবে না।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com