রবিবার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
মাঠে ফিরতে মাশরাফির ৬-৮ সপ্তাহ লাগবে
Published : Sunday, 8 January, 2017 at 6:00 AM, Count : 333

ক্রীড়া প্রতিবেদক  : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাজে সময় কাটানো বাংলাদেশ দলের জন্য আর একটি দুঃস্বপ্ন হয়ে আসলো অধিনায়ক মাশরাফির ইনজুরি। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের ১৮তম ওভারের ঘটনা সেটি। মাশরাফির কোটার শেষ ওভার ছিল সেটি। ওভারের দ্বিতীয় বলে গুলির বেগে ড্রাইভ করেছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ডাইভ দিয়ে ফেরানোর চেষ্টা করেন বল। হাতে লেগে বল চলে যায় লং অফে। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি।
ফিজিও ডিন কনওয়ে মাঠে গিয়ে প্রাথমিক চিকিত্সা দেয়ার সময় ব্যথা অনুভব করেন আরও বেশি। হাসপাতালে স্ক্যান করার পর ধরা পড়েছে ডান হাতের বুড়ো আঙ্গুলটা ভেঙে গেছে মাশরাফির। মাশরাফি নিজের ইনজুরির সম্পর্কে বললেন, ডান হাতের বুড়ো আঙ্গুলের ওপর পাশটা ভেঙে আলাদা হয়ে গেছে।
মাঠে ফিরতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ। তবে দুঃসংবাদের মাঝেও একটু স্বস্তি, এই সময়টায় বাংলাদেশের কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই। মার্চে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা তার। ‘খারাপের মাঝেও ভালো এটা যে ইনজুরিটা হলো এখানে শেষ ম্যাচে। সামনেও আপাতত খেলা নেই। মার্চে শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচ আগে, ওয়ানডে পরে। আশা করি, ততদিনে সুস্থ হয়ে যাব।’
মাশরাফির পাশাপাশি ইনজুরিতে পড়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আঙ্গুল কালশিটে হয়ে উঠলে ম্যাচ শেষে এক্স-রে করানো হয়। তবে আঙ্গুলে কোনো চিড় ধরা পড়েনি। ৪৮ ঘণ্টা পর তামিমকে পুনরায় পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিজিওর মন্তব্য তুুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই ম্যাচে ইনজুরিতে ওপেনার ইমরুল কায়েস। ইমরুলের চোট গুরুতর না হওয়ায় স্ক্যানের প্রয়োজন পড়েনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com