সোমবার ৫ মে ২০২৫ ২২ বৈশাখ ১৪৩২
নতুন অ্যালবাম নিয়ে সালমা
Published : Monday, 9 January, 2017 at 6:00 AM, Count : 228

শেখ রাজিয়া সূলতানা : সালমা ভক্তদের জন্য অপেক্ষা করছে দারুণ এক খুশির খবর। প্রায় এক বছর পর এই তারকার গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে আগামী ভালোবাসা দিবসে। অ্যালবামটির নাম ‘মন মাঝি’। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশ হবে আগামী ভালোবাসা দিবসে। সালমা বলেন, ‘বর্তমানে গানগুলো কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। সেটাও এই সপ্তাহে শেষ করার ইচ্ছে আছে। জনপ্রিয় এই ক্লোজআপ তারকা বলেন, এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি ১১তম একক অ্যালবাম। আশা করছি এই অ্যালবামের গানগুলো ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে। অ্যালবামে থাকবে ‘মন মাঝি’ ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সঙ্গীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু। এ অ্যালবামটি প্রকাশ পাবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে আছে, এই অ্যালবামের যে কোনো একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা। এদিকে সালমা বর্তমানে তুমুল ব্যস্ত স্টেজ শো নিয়ে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com