শিরোনাম: |
আসছে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার
|
![]() সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মার্চ মুক্তি পাবে মিজানুর রহমান লাবু পরিচালিত চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। গত ২৪ জানুয়ারি কোনো কর্তন ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি। এখন চলছে মুক্তির প্রস্তুতি। মুক্তির তারিখ ছাড়াও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, ক্যামেলিয়া রাঙা, নাজিবা বাশার, এস এম মহসীন, শাহাদত হোসেন, মাহমুদ প্রমুখ। প্রসঙ্গ, সংবাদ সম্মেলনে কলাকুশলীরা ছবিতে নুরু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে ক্যামেলিয়া রাঙা। জাদু কাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও আছেন- শিমুল খান, শাহাদত, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ প্রমুখ। |