শিরোনাম: |
সালাহউদ্দিন জাকী ৭ বছর পর
|
![]() সৈয়দ সালাহউদ্দিন জাকী বলেন, দীর্ঘ প্রায় ৭ বছর পর নির্দেশনা দিচ্ছি। ‘হেনা’ গল্পটি লেখার সময় মনের অজান্তেই তারিনের চেহারাটি ভেসে উঠেছে বারবার। তাই আমার এবং আমার পরিবারের সদস্যদের আগ্রহে হেনা চরিত্রে তারিনকে নিয়েই কাজটি করছি। আর আফজাল হোসেনতো আমার পরিবারেরই একজন। এর আগে তাকে নিয়ে তিনটি কাজ করেছি। সবসময়ই তার কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়ে এসেছি। আফজাল হোসেনের আগে সৈয়দ সালাহউদ্দিন জাকীর নির্দেশনায় ‘বরফ’ ‘আকাশ কুসুম’ এবং ‘দধিচি’ নামের টেলিফিল্মগুলোতে অভিনয় করেছিলেন। তিনি বলেন, জাকী ভাই আমাদের সবারই গুরুস্থানীয় একজন নির্মাতা। তিনি যতগুলো টিভি প্রোডাকশন করেছেন প্রত্যেকটিতে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছে। এটা আমার গর্ব করার মতো বিষয়। তার সঙ্গে যখনই কাজ করি তখনই নানানভাবে আমি অনেক কিছুই শিখি। তার নির্দেশনায় যখন কাজ করি তখন শুধু অভিনয়ই করি না, তার আবেগের সঙ্গে যুক্ত হয়ে কাজটার মধ্যে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত রাখার চেষ্টা করি। আর তারিনতো সেই বাল্যকাল থেকেই দেখতে দেখতে আমার চোখেরই সামনে বড় হয়েছে। এটা আমারই অর্জন যে আমি তার সঙ্গে অভিনয় করছি এবং সে আমার নায়িকা। সৈয়দ সালাহউদ্দিন জাকীর নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে তারিন বলেন, ছোটবেলা থেকেই ফরীদি ভাই, আফজাল ভাই, সুবর্ণা আপার কাছে জাকী আঙ্কেলের গল্প শুনে এসেছি। দীর্ঘদিন পর তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছেন এবং ফিরেই আমাকে নিয়ে কাজ করছেন এটা আমার কাছে অনেকটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। সেইসঙ্গে অবশ্যই অনেক ভালোলাগার বিষয় এই যে, আমার সহশিল্পী আফজাল ভাই। সবমিলিয়েই ‘হেনা’ আমার জীবনে এক অন্যরকম অধ্যায়। সৈয়দ সালাহউদ্দিন জাকী জানান, শিগগিরই এ টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। প্রসঙ্গত, আফজাল হোসেন ও তারিন সর্বশেষ ২০১৫ সালের ১ জানুয়ারি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গল্পটি সত্যি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। |