শিরোনাম: |
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সুদৃঢ় হবে: আইনমন্ত্রী
|
![]() মন্ত্রী আরও বলেন, আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আমরা মনে করি আজ থেকে এই আলোচনা আরও চালিয়ে যাবো। আজ যেসব কথা বলেছি সেগুলো কাজে পরিণত করবো। ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, আমাদের বিচারিক পদ্ধতি প্রায় এক। এতে করে আমরা একে অপর থেকে শিখতে পারবো এবং আরও কাজ করতে পারবো। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কোনও প্রতিবন্ধকতা নেই। এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের বিচার বিভাগ বিচারিক কাজে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। এর আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। |