শিরোনাম: |
যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১, আহত ৩
|
![]() মার্কিন রাসায়নিক কোম্পানি কেমওরস এক বিবৃতিতে জানিয়েছে, বেলে কেমওরস কোম্পানির জায়গা ভাড়া নেওয়া অপটিমা কেমিক্যাল কোম্পানির কারখানায় রাত ১০টার পর (স্থানীয় সময়) ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই বেলের স্থানীয় কাউন্টির কর্মকর্তারা কারখানাটির চারপাশে দুই মাইল ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্র্রত্যেককে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন, কয়েক ঘণ্টা পর নির্দেশটি প্রত্যাহার করা হয়। জরুরি কর্মীরা পরিস্থিতি পর্যালোচনা করে বিপদ কেটে গেছে সঙ্কেত দেওয়া যেতে পারে বলে নিশ্চিত হন, এক বিবৃতিতে বলেছে কানওয়া কাউন্টি কমিশন। বাড়িতে অবস্থান করার নির্দেশ প্রায় দুই হাজার লোকের ওপর কার্যকর হয়েছিল বলে কানওয়া কাউন্টি কমিশনের ব্যবস্থাপক জেনিফার হেরাল্ড জানিয়েছেন। কানওয়া কাউন্টি কমিশনার কেন্ট কার্পার জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ক্লোরিন মিশ্রিত শুষ্ক ব্লিচ ও মেথানল রাসায়নিক বলে বিশ্বাস কর্মকর্তাদের। বেল শহরটি ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যের রাজধানী চার্লসটন থেকে প্রায় ১২ মাইল দক্ষিণে। |