মঙ্গলবার ৬ মে ২০২৫ ২৩ বৈশাখ ১৪৩২
শেষ দল হিসেবে কাতারে এলো ব্রাজিল
Published : Sunday, 20 November, 2022 at 6:00 AM, Count : 120

বর্তমান ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক মুহুর্তের। মরুরু বুকে বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বিশ্বকাপের মহারণে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে একমাত্র ব্রাজিল বাদে সবাই আগেই পৌঁছে গেছে কাতারে। শেষ দল হিসেবে শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কাতারে এসে পৌঁছেছে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল।

দক্ষিণ আমেরিকান জায়ান্টরা ইতালির তুরিন থেকে দোহায় পৌঁছায়। তুরিনে পাঁচদিনের কন্ডিশনিং ক্যাম্প করে দোহার উদ্দেশ্যে রওনা হয় তিতে বাহিনী।

দুর্দান্ত এক বাছাইপর্ব শেষে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কাতারে পা রেখেছে নেইমাররা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল। আগামী শুক্রবার (২৫ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা।

আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় আল আরাবি স্টেডিয়ামে প্রথম অনুশীলন করার কথা রয়েছে নেইমারদের।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com