রবিবার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে চান আর্জেন্টাইন কোচ
Published : Saturday, 26 November, 2022 at 6:00 AM, Count : 194

বর্তমান ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। তবে এমনটা কেউই আশা করেননি যে, হট ফেবারিট একটি দল প্রথম ম্যাচে এমন অঘটনের শিকার হবে। সৌদির কাছে হার নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, আমি প্রথম থেকেই এটার জন্য প্রস্তুত ছিলাম। এমন কিছু ঘটতেই পারে, এটা ফুটবল। আমি যেটা ভেবে শান্ত থাকতে পারছি, প্রতি ম্যাচে আমরা নিজেদের জীবন দিয়ে ফুটবলটা খেলছি।

তিনি যোগ করেন, খেলায় হারজিৎ আছেই। দুর্ভাগ্যজনকভাবে এটা বিশ্বকাপ ম্যাচে হলো। তবে আমরা ভাগ্যবান যে এটা প্রথম ম্যাচে হয়েছে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, আসল ব্যাপার হলো আপনি কিভাবে জেগে উঠছেন।

আর্জেন্টিনা দল অন্যদের থেকে আলাদা উল্লেখ করে স্কালোনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে নার্ভাস থাকা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য জাতীয় দলগুলোর থেকে আলাদা। আপনারা জানেন, আর্জেন্টিনা কেমন। আমরা আলাদা। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার অনুভূতি আলাদা।

মেক্সিকো ম্যাচ নিয়ে তিনি বলেন, হ্যাঁ, আমরা তাদের খেলা দেখেছি। আমরা এরইমধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।

স্কালোনি যোগ করেন, মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব না। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com