শিরোনাম: |
জাপান ও কোস্টারিকা একাদশ
|
![]() আর তাই এই ম্যাচ হারলেই এবারের বিশ্বকাপ শেষ হয়ে যাবে নাভাসের দলের। আর তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় কোস্টারিকা। অন্যদিকে নিজেদের জয়ের ধারাবাহিকটা রেখে নক আউট পর্ব নিশ্চিত করতে চায় জাপান। কোস্টারিকার বিপক্ষে জয়ের জন্য ৪-৫-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে তারা। অন্যদিকে কোস্টারিকা মাঠে নামছে ৪-৪-২ ফরমেশন নিয়ে। জাপানের একাদশ: সুইচি গুন্ডা (গোলরক্ষক), মিকি ইয়ামানে, কউ ইতাকুরা, নাগাতোমো, মায়া ইয়োসিধা, ওতারো ইন্ডো, রিতসো দোয়ান, মোরিতা, দাইসি কামাডা, ইউকি সোমা, আয়াশি ইউডা। কোস্টারিকা একাদশ: কেইলর নাভাস (গোলরক্ষক), অস্কার ডোয়ার্টে, ব্রায়ান অভিডো, ফ্রান্সিস্কো কালভো, কেনডল ওয়াস্টন, কেইশার ফুলার, চেলসো বোরজেস, গারসন তোরেস, ইয়েলসিন তেজেডা, অ্যান্থোনি কন্ত্রেরাস, জোয়েল ক্যামবেল। |