শিরোনাম: |
‘প্রভাসকে বিয়ে করতেও পারি’
|
![]() এক সাক্ষাৎকারে কৃতি তার মনের মানুষ সম্পর্কে বলতে গিয়ে জানান, লম্বা পুরুষই তার বিশেষ পছন্দ। এ কথা শোনা মাত্র বরুণ বলেন, ‘হ্যাঁ, কৃতি আগেও বারবার এটা বলেছে। কিন্তু এখন সে তার মনের মানুষকে পেয়ে গেছে।’ বরুণের এমন মন্তব্য কার দিকে ইঙ্গিত করে সেটা বুঝতে বাকি সেটা বুঝতে বাকি নেই কারও! সেই রেশ ধরে এবার অবশ্য রাখঢাক না রেখে নিজের প্রেমের বিষয়টি খোলাসা করলেন কৃতি নিজেই। সাক্ষাত্কারে কৃতিকে জিজ্ঞেস করা হয় কার্তিক আরিয়ান, টাইগার স্রফ ও প্রভাসের ভেতর কার সঙ্গে তিনি ডেটে যেতে চান, ফার্ল্ট করতে চান ও কাকে বিয়ে করতে চান? প্রথম ছবিতেই কাজলকে পাচ্ছেন সাইফপুত্র ইব্রাহিম!প্রথম ছবিতেই কাজলকে পাচ্ছেন সাইফপুত্র ইব্রাহিম! সেই প্রশ্নের উত্তরে কৃতি খুব বেশি বিলম্ব না করেই বলেন, ‘প্রভাসকে বিয়ে করতেও পারি।’ কৃতির এমন কথায় এতদিনের গুঞ্জন সত্যে পরিণত হচ্ছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা। উল্লেখ্য, শিগগিরই ‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে কৃতি ও প্রভাসকে। |