শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
‘আজ নেইমারকে খুব মিস করব’
Published : Monday, 28 November, 2022 at 6:00 AM, Count : 152

বর্তমান ডেস্ক: আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের খেলাটা দেখা হয়, কারণ ওদের খেলার আলাদা স্টাইল আছে। এবারের বিশ্বকাপ যাত্রাও ব্রাজিল দারুণভাবে শুরু করেছে। আশা করছি, শেষটাও ভালো হবে। তবে আজকের খেলায় আমার প্রিয় খেলোয়াড় নেইমারকে মিস করব। ওর ইনজুরি দলকে ব্যাকফুটে ফেলেছে।

শুধু নেইমার নয়, আরও দু-তিনজন তারকা খেলোয়াড় আজ মাঠে নামতে পারবে না। এ জন্য একটু খারাপ লাগছে। তবে জয় নিয়েই ব্রাজিল মাঠ ছাড়বে। বরাবরের মতো আজও বাসায় পরিবারের সঙ্গেই খেলা দেখবো। আমি ঘরকুণো, তাই বাসায়ই খেলা দেখি। বাসার বাইরে গেলেও ঘর মিস করতে থাকি, তাই আলাদা করে আয়োজন করে খেলা দেখার বেলায়ও আমার বাসাই বেছে নেবো।

আমি ব্রাজিলের সাপোর্টার হলেও আমার ছোট বোন আর্জেন্টিনার সাপোর্টার। ২০১৪ সালে ব্রাজিল ৭ গোল খাওয়ার পর ও আমাকে এত পচানি দেয় যে আমি একপর্যায়ে কান্না করেছিলাম। এটাও সত্য যে, যারা ভালো খেলেন, তাদের খেলা দেখতে ভালো লাগে আমার।

আলাদা করে কারো নাম বলার নেই সেভাবে। তবে নেইমার, মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা মনে রাখার মতো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com