সোমবার ৫ মে ২০২৫ ২২ বৈশাখ ১৪৩২
জনি ডেপকে পেছনে ফেলে শীর্ষে আম্বার হার্ড
Published : Wednesday, 30 November, 2022 at 6:00 AM, Count : 179

বর্তমান ডেস্ক: এ বছর কোনো ছবি মুক্তি পায়নি আম্বার হার্ডের। তবু গুগল মার্কিনীরা তাকেই সবচেয়ে বেশি খুঁজেছে। অভিনেতা স্বামী জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর মামলার কারণে বছরজুড়েই গণমাধ্যমের শিরোনাম ছিলেন আম্বার। গুগলে তাঁকে সর্বাধিকবার খোঁজার এটাই হতে পারে সম্ভাব্য কারণ।

‘সেলেব ট্যাটলার’-এর অনুসন্ধান ধরে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গুগলে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি মাসে ৫৬ লাখ বার আম্বার হার্ড নাম লিখে খোঁজা হয়েছে। ২০২২ সালে ১৫০ জনের বেশি তারকার গুগল অনুসন্ধান ঘেটে ৩৬ বছর বয়সী অভিনেত্রীর নাম সবার ওপরে দেখতে পেয়েছে সেলেব ট্যাটলার।

২০১৮ ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গার্হস্থ্য নির্যাতনের শিকার বলে দাবি করেছিলেন আম্বার। সেই সূত্র ধরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ। মামলায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার জয় হলেও অনেকের সহানুভূতি যেমন কুড়িয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী, তেমনি নিন্দাও কুড়িয়েছেন।

এ বছর গুগল অনুসন্ধানে আম্বারের পরেই পাওয়া গেছে জনি ডেপের নাম। তাকে প্রতি মাসে গড়ে ৫৫ লাখবার খোঁজা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর ঘটনাটি রয়েছে তালিকার তৃতীয় স্থানে। প্রতি মাসে গড়ে ৪৩ লাখবার খোঁজা হয়েছে তাকে।

এছাড়া চতুর্থ অবস্থানে আছেন আমেরিকান ফুটবলার টম ব্রাডি। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন মডেল-উপস্থাপিকা-ব্যবসায়ী কিম কার্দাশিয়ান ও স্ট্যান্ডআপ কমেডিয়ান পিট ডেভিডসন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com