শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
কোহলির চোখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোনালদো
Published : Monday, 12 December, 2022 at 6:00 AM, Update: 12.12.2022 3:01:30 PM, Count : 217

বর্তমান ডেস্ক: বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে শেষ হয়েছে রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন।

মরক্কোর বিপক্ষে ম্যাচটিই ছিলো পর্তুগালের জার্সি গায়ে বিশ্বকাপে রোনালদোর শেষ ম্যাচ। এমনকি হতে পারে আন্তর্জাতিক ক্যারিয়ারেরও শেষ ম্যাচ। যদিও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তিনি।

রোনালদোর পোস্টে কমেন্ট করে সমবেদনা ও সাহস জুগিয়েছেন অনেক কিংবদন্তি। এদিকে, নিজের প্রিয় এই ফুটবলারের বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

নিজের ইনস্টাগ্রাম রোনালদোর একটি ছবি পোস্ট করে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখ্যা দিয়ে কোহলি লেখেন, এই খেলায় (ফুটবল) এবং বিশ্বজুড়ে ক্রীড়া অনুরাগীদের জন্য আপনি যা করেছেন তা থেকে কোনো ট্রফি বা কোনো শিরোপা কিছুই কেড়ে নিতে পারে না। কোনো শিরোপা ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের উপর কী প্রভাব ফেলেছেন।

কোহলি আরও বলেন, আমরা যখন আপনাকে খেলতে দেখি তখন আমি এবং বিশ্বের অনেক মানুষ তা অনুভব করি। এটা ঈশ্বরের প্রদত্ত। একজন মানুষের জন্য এটি সত্যিকারের আশীর্বাদ যিনি প্রতিবারই তার হৃদয় দিয়ে খেলেন। কঠোর পরিশ্রম এবং উৎসর্গের প্রতীক যেকোন ক্রীড়াবিদদের জন্য একটি সত্যিকারের অনুপ্রেরণা। তুমি আমার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিশ্চিয়ানো।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com