শিরোনাম: |
আর কোনো ডেটিং চাই না : অ্যাম্বার রোজ
|
![]() আমেরিকান মডেল, র্যাপার এবং টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাম্বার রোজ স্বীকার করেছেন যে তিনি সাম্প্রতিক বছরগুলোতে ডেটিং নিয়ে বেশ যন্ত্রনা ভোগ করেছেন। এখন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী মডেল ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত র্যাপার কেনি ওয়েস্টের সাথে ডেট করেছিলেন। এরপর উইজ খলিফার সাথেও বিবাহিত জীবন ছিল তার। উইজের সাথে বিচ্ছেদের পর আলেকজান্ডার এডওয়ার্ডসের সাথে সম্পর্ক করেন রোজ। ২০২১ সালে সেই সম্পর্কও ভেঙে যায়। সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রেমের জীবনে বহু চড়াই উৎরাই পার করায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রোজ। সম্প্রতি ‘সোফিয়া উইথ অ্যান এফ’ পডকাস্টে উপস্থিত ছিলেন রোজ। সেই এপিসোডে নিজের ডেটিং জীবন সম্পর্কে তিনি সঞ্চালক সোফিয়া ফ্র্যাঙ্কলিনের প্রশ্নের উত্তরে বলেন, “ডেটিংয়ের বিষয়টা এখন আগের চেয়ে খারাপ। তারা (পুরুষরা) এখানে বেশ ঘৃণ্য। আমি প্রেম খুঁজতে গিয়ে বার বার বিভ্রান্ত হয়েছি। তাই আমি সারাজীবন অবিবাহিত থাকতে চাই। একা থাকতে চাই।” একাকী থাকার প্রসঙ্গে রোজ আরো জানান, “আমি আমার বাড়ি বা আমার জীবন কারো সাথে ভাগ করতে চাই না। আমি আমার বাচ্চাদের আশেপাশে কাউকে চাই না। আমি সেক্স করতে চাই না। এটা খুবই জঘন্য এখন আমার কাছে। এই মুহূর্তে কারো সাথে বিছানা শেয়ার করতে হচ্ছে না, এতে আমি খুব খুশি।" ব্যক্তি জীবনে দুই সন্তানের জননী অ্যাম্বার রোজ। উইজ খলিফার সাথে বিবাহিত জীবনে একটি ছেলে এবং আরেক প্রাক্তন আলেকজান্ডার এডওয়ার্ডসের সাথে একটি ছেলে রয়েছে রোজের। |