রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
দেওয়ানগঞ্জে ডিভোর্সি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন সাবেক স্বামী
Published : Sunday, 27 July, 2025 at 6:00 AM, Count : 303



দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ডিভোর্সি স্ত্রী সুইটির  বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন সাবেক স্বামী আরিফুল ইসলাম। আজ শনিবার ১৬ জুলাই বিকেলে গোহাটির পাশে নীজ বাসভবনে। এই সংবাদ সম্মেলন করেন পৌরসভার কাচারীপাড়া মহল্লার মৃত বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন বাদশার ছেলে,প্রাক্তন স্বামী মোঃ আরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,বিগত ১৪/১/২০১৪ সালে তিনি শরীয়ত ও রেজিস্ট্রি মোতাবেক সুইটি আক্তারকে বিবাহ করে, এরপর তাদের দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিন্তু ২০১৮ সালে দাম্পত্য কলহের জেরে আরিফুল ইসলাম তাকে ডিভোর্স প্রদান করে। 
পরবর্তীতে তার সেই স্ত্রী প্রতিশ্রুতি প্রদান করে সে কোন প্রকার পারিবারিক কলহ ঝগড়া বিবাদ ঝামেলা সৃষ্টি করবে না। যার ফলশ্রুতিতে ২৭ মার্চ ২০১৯ সালে কাবিন মূলে পুনরায় তার বিবাহ রেজিস্ট্রি করা হয়।

আরিফুল ইসলাম বলেন, দুর্ভাগ্যের বিষয় তিন মাসও আমাদের ভালো যায়নি পূর্বের ন্যায় সে সংসারে আসিয়া অশান্তি সৃষ্টি করে এবং আমার মা-বাবার শরীরে হাত তুলে। আমি এতে প্রতিবাদ করিলে সে আমার নামে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলা আইনিভাবে মোকাবেলা করা অবস্থায় আমি পুনরায় ২০২০ সালে  বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে আনিত মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং খালাসপ্রাপ্ত হয়।  এরপরে সে আইনি ভাবে আমাকে হয়রানি করে এবং নানাভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে।সর্বশেষ ২০ জুলাই ২০২৫ সময় রাত ৮ ঘটিকায় সে আমার বাড়িতে এসে আমার ঘরে ওঠে। আমার মা এতে বাধা দিলে সে তার বাধা কোন কর্ণপাত না করিয়া ঘরে প্রবেশ করে অবস্থান করিতে থাকে। আমি নিরুপায় হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিজের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করি। এবং পুলিশ এসে তাকে আমার বাসা থেকে বের করে দেয়। পরের দিন বিবাদী জোরপূর্বক পুনরায় আমার বাসায় আসে এবং এখনো অবস্থান করিতেছে। বিবাদী প্রাক্তন স্ত্রী আমার বিরুদ্ধে নানাভাবে  ভয়-ভীতি প্রদর্শন করিয়া যাইতেছে এবং সামাজিক গণমাধ্যমে আমার বিরুদ্ধে আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম প্রশাসন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন। এ সময় আরিফুল ইসলামের মা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com