শিরোনাম: |
জ্যাকুলিন অভিনীত সিনেমার গান অস্কারে মনোনয়ন
|
![]() জ্যাকুলিন বলেন, আমি এখন নির্বাক। অভিনন্দন ডায়ান ওয়ারেন ওসফিয়া কারসনকে অস্কারে মনোনয়ন পেয়ে আমাদের গর্বিত করার জন্য। এই ছবিতে কাজ করা আমার জন্য সম্মানের। এদিকে শুক্রবার (২৭ জানুয়ারি) জ্যাকুলিন পেলেন আরো একটি সুখবর। তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে পাতিয়ালা আদালত। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় জড়ানোর পর থেকে অভিনেত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চলছিল। একাধিকবার আবেদনও করেছিলেন অনুমতির জন্য। অবশেষে তা মিললো। জানা গেছে, শিগগিরই জ্যাকুলিন দুবাই যাবেন একটি প্রজেক্টের জন্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া |