শিরোনাম: |
শীর্ষ ১০০ ফুটবলারের সেরা মেসি
|
![]() কিন্তু দুই মাস পরে ২০১৮ বিশকাপ বাছাইপর্বে মেসি অবসর ভেঙ্গে আবারো জাতীয় দলে ফিরে আসেন। যদিও রাশিয়া বিশকাপে তিনি দলকে সাফল্য দিতে পারেননি। কিন্তু তিন বছর পর কোপা আমেরিকা জিতে দেশকে প্রথম বড় কোন টুর্ণামেন্টের শিরোপা তুলে দেন। কিন্তু ঐ শিরোপার সাথে সাথে বিশকাপের প্রত্যাশার চাপও বাড়ে। শেষ পর্যন্ত অবশ্য আর্জেন্টাইনদের হতাশ করেননি দেশের অন্যতম সেরা এই ফুটবল তারকা। বিচারক প্যানেলের ৭৬ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ১৩ শতাংশ বিচারকের চোখে বছরের সেরা খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ১০ শতাংশ ভোট পেয়েছেন করিম বেনজেমা। সেরা তিনে আছেন এই তিনজন। গত বছর রবার্ট লিওয়ানদোস্কি ৫৩ শতাংশ ভোট পেয়ে এক নম্বর হয়েছিলেন। বর্তমান ও সাবেক ফুটবলার ছাড়াও কোচ, সাংবাদিকেরা মিলে মোট ২০৬ জন বিচারক মূল্যায়ন করেছেন ফুটবলারদের। প্রত্যেককে ৪০ জন খেলোয়াড়ের নাম দিতে হয়েছে। কোন বিচারকের তালিকায় ১ নম্বরে থাকা খেলোয়াড় পেয়েছেন ৪০ পয়েন্ট, দুইয়ের জন্য বরাদ্দ ছিল ৩৯ পয়েন্ট। এভাবে ৪০ নম্বর খেলোয়াড় পেয়েছেন ১ পয়েন্ট। তবে অন্তত পাঁচ বিচারকের ভোট না পেলে কেউ বিবেচিত হননি তালিকায়। একাধিক খেলোয়াড়ের মোট পয়েন্ট সমান হলে যে খেলোয়াড় বেশি বিচারকের ভোট পেয়েছেন তাকে ওপরে রাখা হয়েছে। গার্ডিয়ানের বিবেচনায় সেরা ২০ ফুটবলার নং খেলোয়াড় ক্লাব দেশ ১. লিওনেল মেসি পিএসজি আর্জেন্টিনা২. কিলিয়ান এমবাপ্পে পিএসজি ফ্রান্স ৩. করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ফ্রান্স ৪. আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি নরওয়ে ৫. লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদ ক্রোয়েশিয়া ৬. কেভিন ডি ব্রুইনা ম্যান সিটি বেলজিয়াম ৭. রবার্ট লিওয়ানদোস্কি বার্সেলোনা পোল্যান্ড ৮. ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ব্রাজিল ৯. থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদ বেলজিয়াম ১০. মোহাম্মদ সালাহ লিভারপুল মিশর ১১. সাদিও মানে বায়ার্ন মিউনিখ সেনেগাল ১২. নেইমার পিএসজি ব্রাজিল ১৩. হ্যারি কেন টটেনহ্যাম ইংল্যান্ড ১৪. জুড বেলিংহ্যাম বরুসিয়া ডর্টমুন্ড ইংল্যান্ড ১৫. ক্যাসেমিরো ম্যান ইউ ব্রাজিল ১৬. আশরাফ হাকিমি পিএসজি মরক্কো ১৭. আঁতোয়ান গ্রীজম্যান এ্যাথলেটিকো মাদ্রিদ ফ্রান্স ১৮. ফেডেরিকো ভালভার্দে রিয়াল মাদ্রিদ উরুগুয়ে ১৯. পেড্রি বার্সেলোনা স্পেন ২০. এমিলিয়ানো মার্টিনেজ এ্যাস্টন ভিলা আর্জেন্টিনা |