রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ থেকে আর্জেন্টিনার বিদায়
Published : Saturday, 28 January, 2023 at 6:00 AM, Count : 176

বর্তমান ডেস্ক: আর্জেন্টিনা যুব দল এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন। এবার হালে পানি পেলো দলটি। বাঁচা মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনার যুবারা। তবে কলম্বিয়ান তরুণ মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেসের একমাত্র গোলে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকেই মেসি-ডি মারিয়াদের অনুসারীদের বিদায় নিশ্চিত হলো। - গোল ডটকম

শনিবার এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু বারবার আক্রমণে গিয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারছিল না লে আলবিসেলেস্তেরা। এতে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে কাস্টিল্লিলো মানোমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস। এই গোলের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া পরের রাউন্ড নিশ্চিত করে। যদিও ড্র হলেও স্বাগতিকদের পরের রাউন্ড নিশ্চিত ছিল। - আরটিভি

পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে আর্জেন্টিনার যুবাদের জয়ের বিকল্প ছিল না। ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল আর্জেন্টিনার যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পায়নি জুনিয়র কোপা আমেরিকা খ্যাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফলে টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে জয়ের স্বাদ নিয়েই বিদায় হয়ে যায় আর্জেন্টিনার যুবারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com