সোমবার ২৮ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
চাঁদাবাজির বিষয়ে বিস্ফোরক মন্তব্য নিপুণের
Published : Sunday, 29 January, 2023 at 6:00 AM, Count : 162

বর্তমান ডেস্ক: দেশে বলিউড সিনেমা মুক্তি দেয়ার জন্য যখন সবাই সরব ঠিক তখনি শর্ত সাপেক্ষে বেকে বসল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক নিপুণ আক্তার। দেশের সিনেমা হলে পাঠান মুক্তি পেলে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতির ফান্ডে। তবে বিষয়টিকে চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সাবেক সম্পাদক জায়েদ খান। জায়েদ খানের এমন মন্তব্যে মুখ খুলেছেন বর্তমান সম্পাদক নিপুণ আক্তার। তিনি বলেন, এই টাকা যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে নিতাম তাহলে সেটা চাঁদাবাজি বলতে পারতেন। টাকা থাকবে শিল্পী সমিতির ফান্ডে। আর আমি শিল্পী সমিতি থেকে কিছু নিতে আসিনি; এসেছি দিতে। এরইমধ্যে শিল্পীরা সে প্রমাণ পাচ্ছে।

বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গে গতকাল (শনিবার) দুপুরে বিএফডিসিতে জরুরি বৈঠক ডেকেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ, নায়ক রিয়াজ, ফেরদৌস ও নায়ক আলমগীরসহ অনেকে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিপুণ। সেখানে তিনি বলেন, শিল্পী সমিতির পক্ষ থেকে হিন্দি ও বিদেশি সিনেমা আমদানির পক্ষে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। চলচ্চিত্রের আরো ১৯ সংগঠন সঙ্গে আলোচনা করে দ্রুত বাকি সিদ্ধান্ত নেওয়া হবে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com